ফেসবুকে প্রেমিকের ছবি, মেয়েকে কোপালেন বাবা! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, September 28, 2018

demo-image

ফেসবুকে প্রেমিকের ছবি, মেয়েকে কোপালেন বাবা!


unnamed

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ফেসবুকে প্রেমিকের ছবি পোস্ট করেছিল মেয়ে। তাতেই ক্ষিপ্ত হয়ে তার ওপর কুড়াল হাতে ঝাঁপিয়ে পড়লেন বাবা।
ভারতের উত্তর প্রদেশের রাজপুরা থানার বরেলিতে এ ঘটনা ঘটেছে।
মূলত উঁচু জাতের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ১৮ বছরের স্বাতী গোস্বামী। এটি কোনোভাবেই মেনে নিতে পারেননি ৪২ বছর বয়সী বাবা রাজকুমার গোস্বামী।
প্রতিবেশী ও স্বজনরা জানান, ফেসবুকে প্রেমিকের ছবি দিয়েছিলেন স্বাতী। এতেই তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হয়। তার ওপরে সেই যুবক ছিল উচ্চবর্ণের। এ কথা শুনেই রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়ের ওপর কুড়াল নিয়ে হামলা চালান বাবা।
কুড়ালের আঘাতে কাঁধে গুরুতর আঘাত পান মেয়ে স্বাতী। তাকে সম্ভাল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাবা রাজকুমার গোস্বামী পলাতক রয়েছেন।
রাজপুরা থানার পুলিশ কর্মকর্তা প্রবীণ সোলাঙ্কি বলেন, মেয়েটিকে পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। সূত্র: টাইসমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *