কাশ্মীরে ‘সন্ত্রাসীবিরোধী’ অভিযানে সেনাসহ নিহত ৫ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, September 28, 2018

demo-image

কাশ্মীরে ‘সন্ত্রাসীবিরোধী’ অভিযানে সেনাসহ নিহত ৫

kashmir

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে এক সেনা সদস্য এবং এক বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৃথক তিনটি স্থানে এসব অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৬৫ কিলোমিটার দূরের অনন্তনাগ জেলার দুরু এলাকায় বৃহস্পতিবার ভোরে এক অভিযানে এক সেনা সদস্য ও এক বিদ্রোহী নিহত হয়। তবে এখন গোলাগুলি বন্ধ রয়েছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অভিযানের সময় লস্কর-ই-তৈয়্যেবার এক শীর্ষ নেতা নাভিদ জাত ওরফে হানজালা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে জেল থেকে পালিয়েছিল সে।
তবে মুনির আহমাদ খান নামের এক পুলিশ অফিসার বলছেন, তারা মনে করছেন, হানজালা গুলিবিদ্ধ হয়েছে।
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। আমরা একজন সেনা সদস্যকে হারিয়েছি। অভিযানে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।’
এ ছাড়া শ্রীনগরের নুরবাগে একটি বাড়িতে ‘সন্ত্রাসী’রা আশ্রয় নিয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে বাড়ির মালিকের ছেলে নিহত হয়। কিন্তু স্থানীয়রা বলছেন, ওই বাড়িতে কোনো সন্ত্রাসী ছিল না।
অন্যদিকে, তৃতীয় অভিযানটি চালানো হয় শ্রীনগরের বাদগাম জেলার চাদোরা এলাকার একটি ধর্মীয় স্থানে (মসজিদ কি মাদ্রাসা তা উল্লেখ নেই)। পুলিশ বলছে, ‘সন্ত্রাসী’রা একটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই ধর্মীয় স্থানে আশ্রয় নেয়। পরে তারা গুলিতে নিহত হয়।
এ ঘটনায় এক সেনা অফিসার আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, অভিযানে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নেট সূত্র .....

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *