![]() |
আমার বাঁশখালী,কম, চট্টগ্রাম প্রতিবেদক, শিমুল দেব:
চট্টগ্রামের বোয়ালখালীতে একহাজার লিটার চোলাই মদসহ একটি মাহেন্দ্র গাড়ি
জব্দ করেছে থানা পুলিশ। এসময় চালকসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার
পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি (চট্টমেট্রো ছ
১১-৩৪০৩) মদসহ জব্দ করা হয়।
থানার সহকারী উপ-পরিদর্শক মো. আলমগীর আমার বাঁশখালী.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদ পাচারের সময় অভিযান চালিয়ে
গাড়ি ভর্তি ২৪বস্তায় প্রায় ১হাজার লিটার চোলাই মদ জব্দ ও গাড়ির চালক
বাঁশখালী উপজেলার আহমদ হোসেনের ছেলে নুরউদ্দিন (২৭), আনোয়ারা উপজেলার আবদুল
গফুরের ছেলে মদ পাচারকারী নঈম উদ্দিন(২২) ও একই উপজেলার আবদুস সোবাহানের
ছেলে ইব্রাহীম (২০) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment