চট্টগ্রামে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী চলছে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, February 17, 2018

demo-image

চট্টগ্রামে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী চলছে

28109004_1809348482410720_1183660778_n


আমার বাঁশখালী ডেক্স:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পালিত হয়েছে বিএনপির গণস্বাক্ষর কমর্সূচী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ গগণস্বাক্ষর কমর্সূচীর আয়োজন করা হয়।
আজ শনিবার সকাল ১০টায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে নাসিমন ভবন চত্বরে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারা নির্যাতিত মজলুম সাংবাদিক ও আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
এছাড়া কমর্সূচীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ বিএনপির নেতৃবৃন্দ।
IMG_20180217_142526
.
কমর্সূচীতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে উদ্বোধনের পর থেকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চলছে গণসাক্ষর প্রদান। এতে নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তেরের সাধারণ মানুষ গণ স্বাক্ষরে অংশ নিয়েছে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *