ঢাকা, বুধবার, ২৫ মাঘ ১৪২৪, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
|
আমার বাঁশখালী,অনলাইন প্রতিবেদক,মোঃ রুবেল.
ঢাকা: আগামী
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি
মামলার রায় সামনে রেখে জননিরাপত্তা বিঘ্নের অপপ্রয়াসের কথা জানিয়েছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি বিবেচনায় ওইদিন ভোর ৪টা থেকে ডিএমপি
এলাকায় সব ধরনের লাঠি, ধারালো অস্ত্র, বিস্ফোরক ও দাহ্য পদার্থ বহন
নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে রাস্তায় যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোনো ধরনের মিছিল করা যাবে না বলেও জানানো হয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা
সূত্রের তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারি কোনো কোনো
ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নের
অপপ্রয়াস চালাচ্ছে। ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা
নিশ্চিত করতে ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও
দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করছি।
‘যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনো ধরনের মিছিল করা যাবে না মর্মে ঘোষণা করছি।’
ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬ ৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
No comments:
Post a Comment