|
আমার বাঁশখালী, মোঃ রুবেল নেট প্রতিবেদক.
ঢাকা:
খালেদা জিয়ার বৃহস্পতিবারের (০৮ ফেব্রুয়ারি) রায়কে কেন্দ্র করে
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অনুরোধে রাজধানীতে ২০
প্লাটুন বিজিবি নামছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করবেন বলে জানিয়েছেন গণসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা।
এর আগে জেলা প্রশাসনের অনুরোধে দুপুর নাগাদ
সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন,
নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন
বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান মহসিন রেজা।
এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতেও
বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম
মাসুদ আল ইফতেখার জানান, জেলা প্রশাসনের অনুরোধে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
করা হয়েছে। তারা মহানগর এলাকায় দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
No comments:
Post a Comment