আমার বাঁশখালী.নেট প্রতিবেদক-মোঃ রুবেল
চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান অদ্য ২ মার্চ ২০১৮ইং তারিখ বিকাল ৫টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার ৪৪নং বি,আর,টি,সি মার্কেটস্থ কার্যালয়ে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুছা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ। নব- নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। সভায় নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থ রক্ষা, যাত্রীসেবার মান উন্নয়ন মালিক শ্রমিক। সোহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংগঠন পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, নির্বাচন উপ-পরিষদের সদস্য দুলাল চন্দ্র দে, নুরল ইসলাম, মোঃ সিরাজ প্রমুখ।
No comments:
Post a Comment