![]() |
আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়ার
দেওয়ানহাটের পশ্চিম পার্শে ৯নং ওয়ার্ড এর চেয়ারম্যান আহমুদুর রহমান (বেট্টা
ডিলার) এর নিজের বাড়ির পাশে এ দু্র্ঘটনা ঘটেছে।চন্দনাইশ থানার এস আই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ার হোসেন উত্তর সৈয়দাবাদ উত্তর হাসিমপুর মৃত মনিরুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানের
পল্ট্রিফার্মে কাজ করত ছেলেটি। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পল্টি
ফার্মের সুইচ বোডের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জনসাধারণ মৃত অবস্থায়
দোহাজারী হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।
No comments:
Post a Comment