আমার বাঁশখালী ডেস্ক:
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এরপর থেকে ১০ দিনে সৌদি গেছেন ৫০ হাজার ১০৬ হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৮০ জনসহ মোট ৫০ হাজার ১০৬ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৬৮টি ফ্লাইটসহ মোট ১৩৭টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করে।
বুলেটিনে আরো উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে তিনজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তিনজনই পুরুষ। এর মধ্যে ২৩ জুলাই জামালপুর জেলার মো. আবুল কালাম আজাদ (৬০) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর-বি টি ০২৯৯৪৬৬। এর আগে গত ১৮ জুলাই মানিকগঞ্জ জেলার মো. আব্দুল সাত্তার (৬৮) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বিএন-০৫৪০০০৮। এ ছাড়া ১৬ জুলাই নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ আমীর হোসেন (৫৩) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বিআর-০৯৪৭১৩১।
এদিকে, গতকাল মঙ্গলবার মদিনায় নিয়োজিত মৌসুমি হজ অফিসার এ বি এম আমিন উল্লাহ নূরী সরকারি হজ গাইডদের নিয়ে মত বিনিময় সভা করেন। সভায় হজ গাইডদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। ১৪ জুলাই ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম হজফ্লাইট। আগামী ১৫ আগস্ট হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট পরিচালিত হবে।
আগামী ২০ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment