
আমার বাঁশখালী ডেস্ক:
মঙ্গলবার (২৪ জুলাই) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দফতর সম্পাদক মোহাম্মদ রফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি পূণঃ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের মুক্তিযোদ্ধা ও বড় তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরের ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা দলে ৪৩ জনকে অন্তর্ভূক্ত করা হয়। গত রবিবার (২২ জুলাই) মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহম্মদ খান ৪৩ সদস্যদের অনুমোদন দেন।
মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় সহসভাপতি হওয়ার পর নিজের অনুভূতি জানতে চাইলে মুক্তিযোদ্ধা মনিরুল দেশকে স্বাধীন করতে আমরা প্রাণ বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম। এখনও দেশের যে কোন ক্রান্তিলগ্নে আমরা সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি।
No comments:
Post a Comment