কক্সবাজারে পাহাড় চাপা পড়ে একই পরিবারের ৫ জন নিহত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, July 25, 2018

demo-image

কক্সবাজারে পাহাড় চাপা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

37730031_373541296512378_4662963821952892928_n
আমার বাঁশখালী ডেস্ক:
নিহতরা হলেন, কক্সবাজার শহরের রুমারিয়ারছড়ার বাঁচামিয়া ঘোনা এলাকার জামাল হোসেনের শিশু সন্তান আব্দুল হাই (৮), খাইরুন্নেছা (৬), কাফিয়া (১০) ও মর্জিয়া আক্তার (১৫)। একই ঘটনায় তাদের মা গুরুতর আহত হন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারে চার শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ২ জন।
জানাগেছে-প্রবল বৃষ্টিতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় হঠাৎ পাহাড় ধসে পড়ে। এসময় ঘুমন্তস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, রাতে রামুর দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া এলাকায় পাহাড় ধসে জাগির হোসেনের ছেলে মোরশেদ আলম (৬) নিহত হয়েছে। এমসয় জাগির হোসেনও আহত হয়েছেন। হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।
এদিকে কক্সবাজারের রামু উপজেলার মিথাছড়িতেও পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
37810554_373541199845721_3024848172678643712_n
.
কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি আব্দুর রহামান জানান, ‘পাহাড় ধসের ঘটনায় আমরা শোকাহত। আমিসহ জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করব। এছাড়া নিহতের পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কক্সবাজার শহরের বাঁচামিয়া ঘোনায় ৪জন ও রামুর দক্ষিণ মিঠাছড়িতে এক শিশু নিহত হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নিচ্ছি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *