![]() |
আমার বাঁশখালী ডেস্ক:
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন সবুজের চাদরে ঢাকা বাঁশখালী ইকো–পার্ক। দিন দিন পার্কে ভিড় জমেছে পর্যটকদের। বিশাল জলরাশি উঁচুনিচু পাহাড়ে ঘেরা সবুজের সমারোহে আচ্ছাদিত বাঁশখালী ইকোপার্ক। দিন দিন এর সৌর্ন্দয্য বর্ধনে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। দর্শকদের বিনোদন দিতে বাঁশখালী ইকোপার্কে যুক্ত হয়েছে দুৃটি প্যাডেল বোট । এগুলোর উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)এসএম গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন জলদি অভয়ারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল, জলদি সিএমসিৃর সভাপতি মো. মোজাম্মেল হক সিকদার, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জমান শেখ। বিভাগীয় বন কর্মকর্তা এসএম গোলাম মওলা বলেন, খুব শীঘ্রই বাঁশখালী ইকোপার্ক অন্যতম সেরা একটি পর্যটন স্পটে রূপ পেতে যাচ্ছে। বিনোদন প্রেমীদের জন্য আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে এটিকে গড়ে তোলা হবে । চমৎকার প্রাকৃতিক পরিবেশ, সবুজের বিশাল বিচরণ ক্ষেত্র, উঁচুনিঁচু পাহাড়, বামের ও ডানের ছড়া লেক সব মিলিয়ে অসাধারণ একটি পর্যটন স্পট এটি। আনিছুজ্জমান শেখ বলেন, দুটি প্যাডেল বোট বিনোদনে নতুন মাত্রাযোগ করবে। তিনি বাঁশখালী ইকো–পার্ককে সেরা বিনোদনের স্পট হিসেবে ঢেলে সাজানোর জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান।
No comments:
Post a Comment