বিদায়ীকৃত বাঁশখালী উপজেলা ইউএনওকে সংবর্ধনা, বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, July 5, 2018

demo-image

বিদায়ীকৃত বাঁশখালী উপজেলা ইউএনওকে সংবর্ধনা, বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবার

36687826_2104370996509959_6680352910557052928_n


আমার বাঁশখালী.কম:
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্ঠা মোঃ মাসুদুর রহমান মোল্লার বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার (৪ জুলাই) বিকাল ৫ টার সময় উপজেলার নিজ বাস-ভবনে। বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয় বিদায়ী (ইউএনও) মহোদয় কে। এতে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ এরশাদ, বাঁশখালী ক্রিকেট একাডেমির সহ-সাধারণস্পাদক জাহাঙ্গীর হোছেন সামিত এবং উক্ত একাডেমির সিনিয়ার খেলোয়াড় নান্টু কান্তি দাশ।
শেষে বিদায়ী অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিদায় কালে বাঁশখালী ক্রিকেট একাডেমির সফলতা কামনা করেন। এবং বাঁশখালী ক্রিকেট একাডেমিকে অগ্রিম আগামি বছর কক্সবাজার ট্যুরের সময়ে ওনার নিজ বাস-ভবনে দাওয়াত প্রদান করেন। সম্প্রতি তিনি কক্সবাজার জেলার এডিসি হিসেবে পদন্নোতি পেয়ে বদলী হন।বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *