![]() |
আমার বাঁশখালী.কম:
চট্টগ্রামের বাঁশখালীতে বাহারচড়া ইউনিয়নের রতœপুর গ্রামে ৩নং ওয়ার্ড সামশু বর বাড়ি এলাকায় গত শনিবার সকাল ৮ টায় পার্শ্ববর্তী আসলনবীসহ তাদের দলবল নিয়ে বৈলছড়ি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা সহ পরিবারের ৫জনের উপর হামলা চালালে পার্শ্ববর্তীরা এসে তাদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় অন্যান্য আহতরা হলেন, খোরশেদ জাহান (৩০) পিতা-আবু তাহের, রুবী আক্তার স্বামী লেদু মিয়া (২৫), সাবিনা তাছমিন পিতা-আবু তাহের (১৬) উম্মে হাবিবা (১৮) পিতা-আবু তাহের, কামরুন্নাহার (২০) স্বামী ইলিয়াছ। আহত খোরশেদ জাহান জানান, আমার স্বামী কিছুদিন আগে বিদেশ চলে গেলে পার্শ্ববর্তী আসলনবী গংরা আমাদের পার্শ্ববর্তী ২২ গন্ডা ধানী জমির উপর কু-নজর পড়লে তারা জমিটি দখল করতে মরিয়া হয়ে উঠে।
শনিবার সকালে জমিটি দখল করতে গেলে আমরা বাধা দিলে হামলাকারীরা আমাদের উপর হামলা চালায়। এব্যাপারে আসলনবী (৪০) সহ ১০ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে বাঁশখালী থানার এস আই আবু হানিফ জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment