বাঁশখালী পৌরসভার অভ্যন্তরীন সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, September 17, 2018

demo-image

বাঁশখালী পৌরসভার অভ্যন্তরীন সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ

Banskhali-Pic-17.09.2018
বাঁশখালী পৌরসভার জলদী হোসাইনীয়া মাদ্রাসার সামনে রাস্তার বেহাল দশা।

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাঁশখালী পৌরসভার অভ্যান্তরীন সড়কগুলোর অবস্থা এত বেশি করুণ যা সাধারন জনগন প্রতি মুহূর্তেই ভোগান্তির শিকার হয়ে চলাচল করছে। পৌরসভার আস্করিয়া, সরল সড়ক,দারোগা বাজার জালিয়াখালী ও গন্ডামারা সড়কগুলো জন চলাচলে অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট। দীর্ঘদিন যাবত সংস্কারবিহীন হয়ে পড়ে থাকার ফলে সামান্য বৃষ্টি হলেই পৌরসদরের থানা রোড, দারোগা বাজার জালিয়াখালী রোড়, উপজেলা প্রধান সড়ক রোড, জলদী মিয়ার বাজার হারুনুর রশিদ সড়ক, আশকরিয়া সড়ক, পৌরসভার সামনে মৌলানা মুহাম্মদ আলী সড়ক,বড়ুয়াপাড়া সড়ক, জলদী মিয়ার বাজার সড়ক, আদালত ভবন সড়ক, উত্তর জলদী খলিল শাহ পাড়া সড়ক ও এলাকাসহ পৌরসদরের অভ্যন্তরীণ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অলিমিয়ার দোকান থেকে পশ্চিম দিকে খলিল শাহ পাড়া চলাচলের রাস্তা,মিয়ার বাজার হারুনুর রশিদ সড়কের বাকী অংশ,খলিল শাহ পাড়া সড়ক,লস্কর পাড়া জমশেদ মুন্সি সড়ক,বাঁশখালী থানার সামনে মহাজন পাড়া সড়কসহ বাহারউল্লাহ পাড়া হয়ে বড়ুয়া পাড়ার সড়ক ও বাহারউল্লাহ পাড়া মৌলানা মুহাম্মদ আলী সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ,মাদ্রাসা পড়ুয়া ছাত্র–ছাত্রীরা আসা যাওয়া করে এবং রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচলের সময় নানান দুর্ঘটনা ঘটে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, শহরের ব্যবসায়ী, পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই রাস্তার পানি দোকানে ঢুকে পড়ে। 
38490862_2147243625600828_7237783075088760832_n

 পৌরসভা এলাকার মো: আনসুর জানান, পৌরসভা ২০০২ সালে স্থাপিত হওয়ার অনেক বছর অতিবাহিত হওয়ার পরও পৌরসভায় কোন উন্নয়ন হয়নি। অর্ধেক করলে আর অর্ধেক কাজ বাকী রাখে বা বাজেটের অপেক্ষায় আছি বলে আমাদেরকে আশ্বাস দেয়।  বিশেষ করে বৃষ্টি হতে না হতেই আদালত এলাকা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়, পৌরসদরের বাজার ও বিভিন্ন অফিস প্রাঙ্গণ ভরে যায় পানিতে ।
IMG_20180812_180234


 এ ঘটনা নিত্যদিনের হলেও এটা থেকে নিস্তার পেতে কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করেনি পৌর কর্তৃপক্ষ। অধিকাংশ নালা নর্দমা দখল করে বাড়ি ঘর নির্মাণ ও ভরাট করে ফেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে বাঁশখালী পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় অল্প বৃষ্টিতেই পানিতে থৈ–থৈ করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নালা নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি বলে স্থানীয়দের অভিযোগ। বাঁশখালী উপজেলা, থানা, আদালতসহ বিভিন্ন সরকারি অফিস পৌরসদরে হওয়ায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হচ্ছেন।



No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *