কর্ণফুলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, September 26, 2018

কর্ণফুলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন


আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে মামুনুর রশিদ (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী। বুধবার দিনগত রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে সন্ধ্যার পরপরই কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে তার পেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ‘শাহ মীরপুর এলাকায় দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে মামুনুর রশিদ নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হন। পরে চমেকে নিলে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘খবর নিয়ে প্রাথমিকভাবে জানতে পারলাম অন্তর্কোন্দলের জেরে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির রাতের ডিউটি অফিসার এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ‘রাত আটটার দিকে কর্ণফুলী থেকে ছুরিকাঘাতে আহত মামুনুর রশিদ নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন কিছু যুবক। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষার করার পর মৃত ঘোষণা করেন।’
 তিনি বলেন, ‘ওই যুবকরা জানিয়েছেন প্রতিপক্ষ ছুরি মেরে তাকে হত্যা করেছে। নিহত মামুন কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের আবু তাহেরের ছেলে।’

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন