আমার বাঁশখালী ডেক্স:
চলমান এসএসসি
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা স্বীকার না করলেও পাবলিক পরীক্ষার প্রশ্ন
ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া চলমান এসএসসি ও সমমানের বাংলা
প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে করণীয়
নির্ধারণ ও পরীক্ষার যথার্থতা মূল্যায়নে একটি কমিটিও গঠন করে দিয়েছেন
তিনি। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
গতকাল সচিবালয়ে এক জরুরি সভার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা অথবা যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের ধরিয়ে দিতে পারলে, চিহ্নিত করে দিতে পারলে, সঠিক প্রমাণিত হলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কমিটির বিষয়ে তিনি বলেন, পরীক্ষার সময় যেসব অভিযোগ ওঠেছে, যে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা ঠিক বা ভুল এসব বিষয়গুলো যাচাই–বাছাই করে এবং তার ফলে পরীক্ষার্থীদের উপর কী প্রভাব পড়েছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয় নি, এসব মিলিয়ে পরীক্ষাটাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেটা মূল্যায়ন করে পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করবেন, এজন্য
একটি কমিটি আমরা করে দিচ্ছি। এই কমিটি এসএসসি ও সমমানের পুরো পরীক্ষা
‘মনিটর’ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
বিভাগের সচিব মো. আলমগীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের দুই জন, শিক্ষা
বোর্ডের তিনজন এবং বিটিআরসির একজন প্রতিনিধি থাকছেন। মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা সদস্য সচিব হিসেবে কমিটিতে থাকবেন। নাহিদ
বলেন, কমিটি প্রয়োজন মনে করলে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।
মন্ত্রী বলেন, সার্বিকভাবে যে বিষয়টা দেখা যাচ্ছে যে, এটা শুধু ফাঁস করে টাকা ইনকাম করবার জন্য কিংবা তার কোনো লাভ হবে, এই উদ্দেশ্যে শুধু নয়। মূলত এটার উদ্দেশ্য হচ্ছে, যেভাবে
তারা প্রচার করছে একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের সরকারকে বা
মন্ত্রণালয় বা দলকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে দেওয়া এবং মানুষের
আস্থাটাকে নষ্ট করে দেওয়া। সেই হিসেবে এটার পেছনে একটা সুনির্দিষ্ট
উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে। যারা করছেন, তারা
মানুষের কাছে সরকারকে হেয় প্রতিপন্ন করতে চান। তাই এটা একটা গভীর
ষড়যন্ত্রমূলকভাবেই পেছন থেকে এটার সমর্থন রয়েছে। এতে কোনো সন্দেহ নেই। কারণ, আমাদের সমস্ত তথ্য–উপাত্ত প্রমাণ করে। সেই বিষয়টা পুলিশ দেখবে।
নাহিদ বলেন, পরীক্ষার হলে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা
যে কাজেই যান না কেন কেউ কোনো ধরনের ফোন সঙ্গে নিয়ে যেতে পারবেন না। যদি
কারও কাছে ফোন পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। কোনো
পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং মামলা হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে গিয়ে সিটে
গিয়ে বসার বাধ্যবাধকতার কথা আবারও মনে করিয়ে দেন শিক্ষামন্ত্রী। এমসিকিউ
প্রশ্ন ফাঁস নিয়ে আগেই প্রশ্ন ওঠায় ২০১৭ সাল থেকে এমসিকিউ অংশ থেকে ১০
নম্বর কমিয়ে দেওয়ার কথা জানিয়ে নাহিদ বলেন, শিক্ষাবিদদের নিয়ে আমরা সেমিনার করে এ বিষয়ে (এমসিকিউ উঠিয়ে দেওয়া) সিদ্ধান্ত নেব।
ফেইসবুকে এখনও যারা প্রশ্ন ফাঁস করবেন বলে বিজ্ঞাপন দিচ্ছেন সেগুলো বন্ধ করা হবে কি না– এই প্রশ্নে নাহিদ বলেন, অবশ্যই বন্ধ করা হবে। এজন্য বিটিআরসি, পুলিশসহ বিভিন্ন জনের দায়িত্ব আছে, এটা অবশ্যই করব আমরা। পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘ভিজিলেন্স টিম’ আরও জোরদার করবে জানিয়ে নাহিদ বলেন, পরীক্ষা
শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নের প্যাকেট খোলা যাবে না। সেটা নিশ্চিত করার
জন্য সব ডিসি ও ইউএনওদের আজকে নির্দেশ দিচ্ছি। চলতি এসএসসি ও সমমানের বাংলা
প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে বলে মনে করেন কি না– এই প্রশ্নে নাহিদ বলেন, এজন্যই আমরা কমিটি করে দিয়েছি যেন সঠিক যাচাই করতে পারি।
উল্লেখ্য, এসএসসির
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে সামাজিক
যোগাযোগের বিভিন্ন মাধ্যমে উত্তরসহ প্রশ্ন ছড়িয়ে পড়ে। পরীক্ষার পর দেখা যায়
মূল প্রশ্নের সঙ্গে হবহু মিল রয়েছে ওই ফাঁস প্রশ্নের।
নিউজ এর উপরে বিজ্ঞাপন
Tuesday, February 6, 2018

প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার: শিক্ষামন্ত্রী
Tags
# শিক্ষা
Share This
About amarbanskhali.blogspot.com
প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
Newer Article
প্রশ্ন ফাঁস, পরীক্ষার্থীদের হাসফাঁস
Older Article
কর্ণফুলী সরকারি জমি দখল করে চলছে বরফ কল নির্মান কাজ!
বাঁশখালীর বাইঙ্গাপাড়া মাদ্রাসার সমস্যা সমাধান নিরসনে দায়িত্ব নিলেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফি
amarbanskhali.blogspot.comSept 10, 2018৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ১৩৯ জনের প্রার্থিতা বাতিল
amarbanskhali.blogspot.comJul 31, 2018শিক্ষার্থীদের অবস্থানে ঢাকা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ!
amarbanskhali.blogspot.comJul 30, 2018
Marcadores:
শিক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment