আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামের বাঁশখালীতে ৭ ডাকাত ও জলদস্যুকে গ্রেফতার করেন বাঁশখালী থানা পুলিশ। এসময় ডাকাতির বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়।
গত সোমবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নস্থ উপকূলীয় বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
তাদের কাছ থেকে দা কিরিচসহ ধারালো অস্ত্র
উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই আবদুল হালিম জানান,
আটককৃতরা সাগরে ও লোকালয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারের পর তাদের
বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment