আমার বাঁশখালী.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বুধবার (০৩ অক্টোবর ) সন্ধা ৭ টায় বাঁশখালী উপজেলা সদরের উত্তর পার্শ্বে অবস্থিত বাঁশখালী ফিজিওথেরাপী সেন্টার পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক শাহ মুহাম্মদ শফিউল্লাহ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ বাঁশখালী প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ ও সাংবাদিক আব্দুল জব্বার, ফিজিওথেরাপীষ্ট ফরিদা ইয়াছমিন, কম্পিউটার অপারেটর মোঃ রোবেল, ফিজিওথেরাপী সহকারী মৌসুমী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, অবহেলিত বাঁশখালীতে প্যারালাইসিস, বাত ব্যাথা, মেরুদন্ড ব্যাথা, পায়ের গোড়ালী ব্যাথা ও ষ্ট্রোক রুগী সহ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে ফিজিওথেরাপী অত্যান্ত কার্যকরী প্রতিষ্টান। উপজেলা সদরে এরকম প্রতিষ্ঠান স্থাপন করায় বাঁশখালী ফিজিওথেরাপীর পরিচালক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতা এবং প্রতিবন্ধি রুগীদের তালিকা অনুসারে হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন।
No comments:
Post a Comment