আমার বাঁশখালী.কম প্রতিবেদক: শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্:
বাঁশখালী ট্রাস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ এর বর্ষ সমাপনী ও উন্নয়ন
সভা গতকাল বুধবার বাঁশখালী পৌরসভাস্থল গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে এস.ই.ভি.পি ও ইনচার্জ
বাঁশখালী সাংগঠনিক অফিস ফরহাদুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ গিয়াস
উদ্দিন মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ইনচার্জ এস.এ.এম.ডি
মোঃ ইব্রাহিম, এ.এস.ডি.ইবিবি. মোঃ আনিসুল হক, ই.ভি.পি মৌলানা জহিরুল ইসলাম ছানুবী, জয়নাল আবেদীন,ই.ভি.পি ইকবাল হোসেন
সাবেক মেম্বার সোলতানা নার্গিস। উক্ত অনুষ্ঠান পরিচালনা
করেন, ফরিদা ইয়াছমিন (তৃপ্তি) ব্রান্স ম্যানেজার । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষের আর্থিক নিরাপত্তায়
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ দেশের মানুষের সেবা করে যাচ্ছে। তিনি উন্নয়ন কর্মীদের বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা
দিয়ে আপনারা নির্বিগ্নে সাধারাণ মানুষের বিমার
আওতায় নিয়ে আসুন।
No comments:
Post a Comment