![]() |
বঙ্গোপসাগরের সোনার চরে ১০ জুন ঝড়ো বাতাসের কবলে পড়ে ২৬ দিন পূর্বে মাছ ধরার ফিশিং বোট ডুবিরঘটনায় জীবিত কিংবা মৃত জেলেদের সন্ধান মেলেনি। ফিশিং বোট ডুবির ঘটনায় মালিক হরিধর কৈবত্য দাশনীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ নিখোঁজ পরিবারগুলোর। এদিকে সন্তান ও পিতাহারা পরিবারগুলোকেঁদে কেঁদে সাগরের পানির দিকে তাকিয়ে দিন অতিবাহিত করছে। পরিবারের সদস্যদের ধারণা মালিকপক্ষেরকোন কারসাজি রয়েছে।
২১ জন জেলে নিখোঁজ থাকলেও বোটের মালিক এসব পরিবারের খোঁজ রাখেনি। বোট মালিক সমিতির পক্ষথেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পুইছড়ি ইউনিয়ন পরিষদ নিখোঁজপরিবারগুলোকে ২০ কেজি করে চাল আর্থিক সহায়তা প্রদান করেছে।
জানা যায়, গত ৩০ মে শেখেরখীল ফাঁড়ির মুখ থেকে মাছ ধরার ফিশিং বোট এফবি জহরলাল গত ৩১ মেবঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ১০ জুন বঙ্গোপসাগরে সোনার চর এলাকায় ঝড়ো বাতাসের কবলে পড়ে মাছধরার ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ পরিবারের সদস্য শশাংক জলদাশ বলেন, আমার ২ ছেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, তারা হয়তো এতোদিনে বেঁচে নেই। বোটের মালিকপক্ষ জেলে পরিবারদের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।গত ৭ জুন কক্সবাজার সীমান্ত এলাকা থেকে শেষবারের মত ছেলেদের সাথে কথা হয়। অন্যান্য পরিবারেসদস্যদেরও একই দিন কথা হয়েছে শুনেছি।
পুইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেরা হয়তো আর বেঁচে নেই। থাকলেখবর পাওয়া যেত। সরকারিভাবে প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। জেলে পরিবারগুলোখুবই গরীব। বোট মালিক সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। মালিক পক্ষ থেকেএই পরিবারের গুলোর প্রতি নজর দেয়া প্রয়োজন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে বোটের মালিক পক্ষ থেকে একটিলিখিত আবেদন পাওয়া গেছে।
নিখোঁজ বাঁশখালীর জেলেরা হলেন, পুইছড়ির রাজ হরি দাশ, দধি গোপাল জলদাশ, লিটন কান্তি দাশ, বুলবুলজলদাশ, সুবল জলদাশ, সৌরভ জলদাশ, জয়রাম জলদাশ, অনিল কুমার দাশ, কর্ণ দাশ, বিমল দাশ, উপেন্দ্র লালদাশ, ব্রহ্মপদ দাশ, সজল কান্তি দাশ, মৃদুল দাশ, ভুট্টু কান্তি দাশ, নিরঞ্জন দাশ, মদন দাশ,ভুলু জলদাশ, জিয়াজলদাশ, চকরিয়ার পুবন জলদাশ, কুতুবদিয়ার বিমল জলদাশ, লক্ষ্মীপুরের জেলে মহিউদ্দিন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা বলেন, নৌ–বাহিনী কোস্ট গার্ড কে বাঁশখালীর জেলেনিখোঁজের ব্যাপারে অবহিত করা হয়েছিল। আমার বাঁশখালী ডটকম। সূত্র: দৈনিক পূর্বকোণ।
No comments:
Post a Comment