হামলায় আইএস নেতা বাগদাদির ছেলের মৃত্যু ? - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, July 4, 2018

demo-image

হামলায় আইএস নেতা বাগদাদির ছেলের মৃত্যু ?

1530698959-390x525

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস নেতা আবু বকর আল বাগদাদির ছেলে হুদায়ফা আল বদরির মৃত্যুর খবরজানিয়েছে সিরিয়ার স্থানীয় একটি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি জানায়মঙ্গলবার সিরিয়ার হোমস শহরেবাগদাদির ছেলের মৃত্যু হয়। স্কাই নিউজ  রয়টার্সের বরাত দিয়ে গতকাল বুধবার  তথ্য জানা গেছে।
রয়টার্স জানায়হোমসের তাপ বিদ্যুৎ কেন্দ্রে অপারেশন চালনোর সময় রাশিয়ান সেনাবাহিনীর ওপর হামলাচালানো হয়। এই হামলায় বাগদাদির ছেলে নিহত হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমটি বাগদাদির ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দিয়েছে। হুদায়ফা ছিলেনআন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত সন্ত্রাসী। বাগদাদির পাঁচ সন্তানের একজন তিনি।
এর আগে বিভিন্ন সময় আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর প্রকাশ করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডো দাবি করছেবাগদাদি এখনও বেঁচে আছে। কিন্তু রাশিয়ানসেনাবাহিনী জানায়বাগদাদি আগের এক হামলায় নিহত হয়যদিও তাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই।
উল্লেখ্যঅনেক আগেই বাগদাদির মাথার জন্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে মার্কিন রাষ্ট্র। আমার বাঁশখালী ডেস্ক।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *