হাতি দিয়ে চাঁদাবাজি চলছে বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, August 6, 2018

demo-image

হাতি দিয়ে চাঁদাবাজি চলছে বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামে


0.........

আমার বাঁশখালী ডেস্ক:
চট্রগ্রাম জেলার আনোয়ারা, বাঁশখালী ও চকরিয়া এলাকা জুড়ে হাতি দিয়ে চলছে ব্যাপক চাঁদাবাজি।
সোমবার (৬ আগষ্ট) বাঁশখালীর পুকুরিয়া,বানীগ্রাম, গুনাগরি, বৈলছড়ি, উপজেলা সদর, পৌরসভার মিয়ার বাজার,  দারোগা বাজার, মনছুরিয়া বাজার, টাইমবাজার,চাম্বল বাজার, নাপোড়া বাজার,পুইছড়ি প্রেমবাজার  পযর্ন্ত বাঁশখালী পিএবি প্রধান সড়কে রাস্তায় গাড়ি দাড় করিয়ে এবং প্রতিটি দোকান থেকে ২০-১০০ টাকা পযর্ন্ত  হাতিটি দিয়ে করছে ব্যাপক চাঁদাবাজি।

বাঁশখালীতে প্রতি মাসে এভাবে হাতি দিয়ে একে বা কারা এ ব্যবসা পরিচালনা করে আসছেন তা যেন দেখার কেউ নেই। প্রতিদিন কমপক্ষে ১০-২০ হাজার টাকা পযর্ন্ত পায় বলে ধারণা করা হচ্ছে।

পুরো প্রধান সড়কেএভাবে করছে বাণিজ্য। এই চাঁদাবাজির কারনে অনেক সময় দেখা যায় প্রধান সড়কে তীব্র যানযট। প্রতিনিয়ত এসব ব্যবসা করে গেলে ও প্রশাসন নিরব। হাতির এ ব্যবসা যেন প্রতি মাসে মাসে বাঁশখালী জুড়ে দেখা যাচ্ছে।

ইতিমধ্যে এ ব্যবসা  দক্ষিণ চট্রগ্রামের আনোয়ারা, পশ্চিম পটিয়া,বাঁশখালী চকরিয়া, সাতকানিয়াসহ জুড়ে  বিভিন্ন উপজেলায় এখন ব্যবসা টি ব্যাপক আকার ধারণ করেছে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *